Search
Close this search box.
Search
Close this search box.

এক বছরের আব্দুল্লাহকে দেখাশুনা করতো আটবছরের জোসনা, পুকুরে ডুবে দুজনেরই মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বড় মৌলভী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো কক্সবাজার পৌরসভার চরপাড়ার ইলিয়াসের ছেলে আবদুল্লাহ (১) ও রামুর গর্জনিয়া ইউনিয়নের বড় বাগছড়ির কবির আহমদের মেয়ে জোসনা বেগম (৮)। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুতুবদিয়ায় শুটকি শুকানোর কাজ করেন ইলিয়াস ও তাঁর স্ত্রী আমেনা বেগম। তাঁদের একমাত্র শিশু সন্তান আবদুল্লাহকে দেখাশুনা করতে কিছুদিন আগে আমেনা বেগম তাঁর ভাই কবির আহমদের মেয়ে জোসনা বেগমকে কুতুবদিয়ায় নিয়ে আসেন। একবছরের আব্দুল্লাহকে দেখাশুনা করে আটবছরের জোসনা বেগম। আজ সকালে ইলিয়াস ও তাঁর স্ত্রী আমেনা বেগম প্রতিদিনের মতো শুটকি মহালে চলে যান। তাঁদের শিশু সন্তান আবদুল্লাহ অসাবধানতায় বাসার পাশের পুকুরে পড়ে গেলে জোসনা বেগম তাকে বাঁচাতে ঝাঁপ দেয়। পরে আব্দুল্লাহকে নিয়ো কুলে উঠতে পারেনি জোসনা বেগম। পরে স্থানীয়রা তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন  বলেন, বিষয়টি আমি শুনেছি। খুবই হৃদয় বিদারক ঘটনা।

0Shares