
কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে দেশে তৈরি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার ভোরে কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
নৌবাহিনী জানিয়েছে, গোপন সংবাদে খবর পেয়ে ওই এলাকার একটি বাড়ির গোয়ালঘরে অভিযান চালানো হয়। এসময় দেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্র (শর্ট গান) ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে অস্ত্র ও গোলাবারুদ কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।
0Shares




