Search
Close this search box.
Search
Close this search box.

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে ফুলগাজীতে বিএনপির আনন্দ মিছিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে ফুলগাজীতে আনন্দ মিছিল করেছে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের কারাদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার মুন্সীরহাট এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে মুন্সীরহাট বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। রায় ঘোষণার পরপরই এ কর্মসূচিতে অংশ নেন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আজিম, দরবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী বাবলু, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক খোকন, সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন পাটোয়ারী টিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন চৌধুরী সোহেল ও ইসমাইল হোসেন ভুঞা টিপু, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবুল কালাম, মুন্সীরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জহিরসহ অন্যান্য নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে ফুলগাজী সদরে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপনের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন ভুঞা, যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভুঞা ও যুগ্ম আহবায়ক নুরুল হুদা শাহীন প্রমুখ।

উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার মধ্য দিয়ে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা রায়টির দ্রুত কার্যকর দাবি জানাই। তিনি জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপির নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে ফুলগাজীতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার হাসানপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ফুলগাজী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, বিচারপতির বাড়ির নিরাপত্তায় একটি বিশেষ পুলিশ টিম মোতায়েন করা হয়েছে।

এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ শ্রাবণের নিকটাত্মীয় নাজিম উদ্দীন বলেন, আমরা খুশি। স্থানীয় জিয়াউল হক ভুঞা প্রতিক্রিয়ায় বলেন, আলহামদুলিল্লাহ, রায় শুনে ভালো লাগছে। রায়টি দ্রুত কার্যকর হলে আরও ভালো লাগবে।
রায় ঘোষণার পর ফুলগাজী জুড়ে নানা আলোচনায় বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

0Shares