Search
Close this search box.
Search
Close this search box.

রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তলসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি বিদেশি পিস্তল- ২ রাউন্ড গুলি ১টি ম্যাগাজিন সহ ৩ জন ডাকাতকে আটক করা হয়।

আটকরা হলেন- টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের মোহাম্মদ হাসান (২৫), মো. নূর কালাম (২৬) ও আব্দুর রাজ্জাক (২৮)। এ বিষয়টি রাত সাড়ে ৯ টার দিকে টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার ১৭ নভেম্বর দুপুর থেকে বিকাল পর্যন্ত টেকনাফের ৭ টি রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে খবর আসে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে বি-ব্লকের পাঁচ ট্যাংকি মোড়ের পূর্ব পাশের রাস্তায় কয়েকজন সশস্ত্র ডাকাত অবস্থান করছিল।সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন পুলিশের বিশেষ আভিযানিক টিম দ্রুত উক্ত স্থানে অভিযানে গেলে টিমের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ৩ জন ডাকাতকে আটক করতে সক্ষম হয়। আটকদের দেহ তল্লাশিতে মোহাম্মদ হাসানের কোমর থেকে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় যে, তারা ১০/১২ জন সহযোগীসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, ক্যাম্পে পৃথক আরও অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. ইলিয়াসকে আটক করা হয়।এবং ৫ বছরের সাজাপ্রাপ্ত আরও এক আসামি মো. রেজাউল করিম (৩১)কেও আটক করা হয়। সে সঙ্গে জুয়াখেলার সময় ৭ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থ দন্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।

0Shares