Search
Close this search box.
Search
Close this search box.

কক্সবাজারে বিজিবির ডগ ‘রকি’ শনাক্ত করল ৬০ হাজার ইয়াবা

কক্সবাজারের হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির প্রশিক্ষিত ডগ ‘রকি’ তল্লাশি অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৬০ হাজার পিস ইয়াবা শনাক্ত করেছে। এ সময় মাদক বহনের অভিযোগে ২৭ বছর বয়সি যুবক মাহমুদুল আমিনকে গ্রেফতার করা হয়েছে।

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, শুক্রবার (২১ নভেম্বর) সকালে হ্নীলা থেকে কক্সবাজারগামী বাস ‘পূরবী’ ওই চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশি শুরু করেন। আমাদের প্রশিক্ষিত ডগ রকি প্রথমে সন্দেহভাজন মালামাল চিহ্নিত করে। বাসের সাইড বক্সে রাখা মরিচের গুঁড়ার বস্তার ভেতরে ছয়টি স্কচটেপ মোড়ানো প্যাকেটে ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে মাহমুদুল স্বীকার করেন, হ্নীলা এলাকার মকবুল নামের এক রোহিঙ্গা ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি সূত্র জানায়, উদ্ধার ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

0Shares