
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক, জনগণের সঙ্গে মতবিনিময় ও কোলাকুলি করে মাঠ চষে বেড়াচ্ছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনভর তিনি নিজের জন্মভূমি চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।এদিন বিকাল ৩টার দিকে হারবাং স্টেশন ও বাজার এলাকায় দুই সহস্রাধিক নেতাকর্মী নিয়ে এমপি প্রার্থী ফারুক এ গণসংযোগে অংশ নেন।
গণসংযোগকালে পথে পথে ব্যবসায়ী, শ্রমিক, কৃষকসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তাকে বরণ করে শুভেচ্ছা জানান। মাগরিব পর্যন্ত হারবাং বাজারে তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নেন। পরে বাদ মাগরিব একটি উঠান বৈঠকে যোগদান করেন।
হারবাং ইউনিয়নে গণসংযোগকালে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরউদ্দিন আহমদ বাবর, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম, মাওলানা সিরাজুল ইসলাম, হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমেদ, নায়েবে আমীর জুনায়েদ সিকদার, চকরিয়া পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাহফুজুল করিম, ইউনিয়ন সেক্রেটারি আনোয়ারুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।





