Search
Close this search box.
Search
Close this search box.

জামায়াত প্রার্থীর বাড়িতে সালাহউদ্দিন আহমেদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচনী এলাকা কক্সবাজার -১ (চকরিয়া পেকুয়া) আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছেন।

মঙ্গলবার সকালে বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজারে এসেছেন। তারপর দুপুর ১২টায় চকরিয়া উপজেলার খুটাখালী পৌঁছে পীর সাহেব আবদুল হাইয়ের কবর জিয়ারত শেষে আনুষ্ঠানিক নির্বাচনী গণসংযোগ শুরু করেন। দুপুর ঘড়িয়ে বিকাল পর্যন্ত তিনি খুটাখালী ও ডুলাহাজারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন। সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

রাত ৮টার পরে তিনি পেকুয়া উপজেলার নিজবাড়ির উদ্দেশ্য রওয়ানা হন। এরই ফাঁকে তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কালা সিকদারপাড়ায় যান। সেখানে গিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাড়িতে পৌঁছে তাঁর সঙ্গে এবং শোকাহত পরিবার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

আগেরদিন সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন এমপি পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাবা নুরুল কবির। তাঁর মৃত্যুতে ওইদিনই এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার নির্বাচনী এলাকায় এসে আবারও স্ব শরীরে নিজ আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াতের এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাবা নুরুল কবিরের মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে তার হারবাংস্থ বাসায় গেলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদ এর সহধর্মিণী সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমেদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ছাড়াও দলীয় সিনিয়র নেতৃবৃন্দ।

0Shares