Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় ফিল্ম স্টাইলে গরু চুরি

ফিল্ম স্টাইলে ঘটলো গরু চুরির ঘটনা। চোরের দল রীতিমতো দেশীয় অস্ত্রসহ মাইক্রোবাস নিয়ে এসে ঘরে থাকা লোকজনকে জিম্মি করে ২টি গরু ওই মাইক্রোবাসে করে নিয়ে চলে গেছে। 

বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফরেস্ট অফিসপাড়া নামক এলাকায় এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। গরু মালিক দুই সহোদর আবু ছিদ্দিক ও বশির আহমদ ড্রাইভার। তারা উপজেলার অফিসপাড়া গ্রামের বাসিন্দা।

গরু মালিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভোর রাতে ৭/৮ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বাইরে পাহারা দেয়। 

এর কয়েক মিনিটের মধ্যেই তারা গোয়াল ঘরে থাকা দেশি  জাতের ২টি গরু মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য দেড়লাখ টাকা। 

ড্রাইভার বশির জানান, ভোর ৫টার দিকে অস্ত্রধারীরা পরিবারের লোকজনকে জিম্মি করে গরু গুলো নিয়ে যায়। স্থানীয় প্রশাসন, থানা পুলিশকে বিষয়টি অবগত করেছি।

খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান বলেন, গরু চুরির ঘটনা সকালে শুনেছি। গরু উদ্ধারের চেষ্টা চালাচ্ছে মালিকরা।

0Shares