Search
Close this search box.
Search
Close this search box.

চট্টগ্রামের সমাবেশে সাতকানিয়া থেকে যাচ্ছে ১৫ হাজারের বেশি জামায়াত–শিবির কর্মী

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটসহ ৫ দফা দাবির পক্ষে আট দলের উদ্যোগে আয়োজিত চট্টগ্রামের বৃহৎ সমাবেশে সাতকানিয়া থেকে ১৫ হাজারের বেশি জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা যোগ দেবেন। এমন তথ্য দিয়েছেন দলটির নেতারা।

আগামী ৫ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম লালদিঘী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

সমাবেশ ঘিরে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সবশেষ বড় শো–ডাউন হতে পারে বলে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি দেখা যাচ্ছে। নির্বাচনী আচরণবিধির কারণে বড় আকারের সমাবেশ সীমিত থাকায় এবার লালদিঘীর সমাবেশকে গুরুত্ব সহকারে দেখছে সংগঠনের শীর্ষ নেতৃত্ব।

সাতকানিয়া উপজেলায় গত কয়েকদিন ধরে ইউনিয়ন-ভিত্তিক মাইকিং, ব্যানার-ফেস্টুন টানানো, লিফলেট বিতরণ ও গণসংযোগ চালিয়েছে জামায়াত। সমাবেশকে সফল করতে ১৭ ইউনিয়ন ও পৌর এলাকায় টানা প্রচারণা চালানো হয়েছে।

আট দলের এই সমাবেশে জামায়াতে ইসলামী ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিশ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীরাও অংশ নেবেন।

সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন বলেন, ‘চট্টগ্রামের সমাবেশে অংশ নিতে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। সমাবেশ সফল করতে গত কয়েক দিন ধরে গ্রামেগঞ্জে গণসংযোগ, লিফলেট, ফেস্টুন, ব্যানার বিতরণসহ সব কিছুই শেষ করেছি। ইউনিয়ন ভিত্তিক হয়েছে প্রস্তুতি সভা। সমাবেশে যোগ দিতে কর্মী–সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। সাতকানিয়া থেকে ১৫ হাজারের বেশি নেতাকর্মী যাবেন বলে আশা করছি।’

তিনি আরও জানান, সমাবেশে যোগ দিতে শতাধিক বাসের ব্যবস্থা করা হয়েছে; অনেকেই ব্যক্তিগতভাবে যাবেন। শৃঙ্খলা বজায় রাখতে ৫ শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। শুক্রবার সকাল ১০টা থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে গাড়িভর্তি নেতাকর্মীরা চট্টগ্রাম রওনা দেবেন। তবে সবচেয়ে বেশি গাড়ি ছাড়বে কেরানীহাট থেকে।
এ ছাড়া চট্টগ্রাম শহরে অবস্থানরত সাতকানিয়ার হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদরাও সরাসরি সমাবেশে যোগ দেবেন বলে জানান তিনি।

0Shares