Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় সড়কের পাশ থেকে লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় আনুমানিক ৫০ বছর বয়সি এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা মালুমঘাট রিংভং এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা ও থানা পুলিশ জানায়, রোববার সকালে মহাসড়কের পাশে মালুমঘাটের রিংভং এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে খবর দিলে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ওই ব্যক্তি কয়েকদিন আগে মারা গেছে। যার কারণে শরীর থেকে দূর্গন্ধ ছড়াচ্ছে।

চকরিয়া থানার অপারেশর অফিসার (সেকেন্ড অফিসার) এসআই ফরিদুল আলম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছি। প্রাথমিক সুরতহাল রিপোর্টে তার শরীরে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্ত করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

0Shares