Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় রোকেয়া দিবসে পাঁচ নারী পেয়েছেন সম্মাননা

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন দিবসের কর্মসূচির শুরুতে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ সড়ক প্রদিক্ষন করে। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং বিভিন্ন ক্যাটাগরীতে নির্বাচিত পাঁচ অদম্য নারীদের মাঝে সম্মাননা প্রদান।

চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীন দেলোয়ার। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র চকরিয়া উপজলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত। এসময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সংশ্লিষ্ট নারী সংগঠকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের সভাপতি ইউএনও মোঃ শাহীন দেলোয়ার চকরিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধন প্রক্রিয়ায় বিভিন্ন ক্যাটাগরীতে মনোনীত অদম্য নারীর হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

2Shares