Search
Close this search box.
Search
Close this search box.

৩২ ঘণ্টা পর উদ্ধার শিশু সাজিদ

রাজশাহী তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশান পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে এবং স্বাস্থ্য পরীক্ষা চলছে।

তাজুল ইসলাম চৌধুরী জানান, ৩৩ ঘণ্টার অভিযান শেষে কূপের ৫০ ফুট গভীরে থেকে শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পরপরই শিশুটিকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।

শিশুটি জীবিত রয়েছে কিনা-এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিশু সাজিদ বেঁচে আছেন কিনা সেটা চিকিৎসক জানাবেন। এই বিষয়ে আরও পরে তিনি আনুষ্ঠানিকভাবে সংবাদ ব্রিফিং করার কথা জানিয়েছেন।

0Shares