
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কক্সবাজারের চকরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বিষয়ক মহড়া চলছে। এরই অংশ হিসেবে উপজেলার পাড়া-মহল্লায় চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে থানা পুলিশের ব্লকরেইড অভিযান শুরু করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে চকরিয়া থানার নবাগত ওসি মোঃ মনির হোসেন এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে এলাকার চিহ্নিত অপরাধী ও ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারে বিশেষ ব্লকরেইড দিয়েছেন।
চকরিয়া থানার ওসি মোঃ মনির হোসেন এর নেতৃত্বে শুরু হওয়া ব্লকরেইড অভিযানে সাধুবাদ জানিয়েছেন মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের জনসাধারণ। এসময় ওসি মনির হোসেন স্থানীয় এলাকাবাসীর সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে কথা বলেন। এসময় এলাকাবাসী পুলিশের এধরণের অভিযান অব্যাহত রাখার জন্য ওসির কাছে অনুরোধ করেন।
চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, এখন থেকে সুরাজপুর-মানিকপুর ইউপি এলাকার জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। সেই লক্ষ্যে চকরিয়া থানা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে বলে স্থানীয় এলাকাবাসীকে আশ্বস্থ করেন ওসি।
পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুন্দর শান্তিপূর্ণ ও স্বচ্ছ করার লক্ষ্যে এবং আগাম প্রস্তুতি হিসেবে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের অধীন ৪টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন ওসি মনির হোসেন।
এসময় তিনি ভোট কেন্দ্রের ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা ও আশপাশের সার্বিক পরিবেশ ও বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশি কার্যক্রম এবং তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।





