
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে কঠোর অবস্থানে মাঠে নেমেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নানা স্থানে টাঙানো ব্যানার, পোস্টার, ফেস্টুন ও তোরণ অপসারণের লক্ষে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছেন প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলা ও পৌরসভার বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।
জানাগেছে, চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় নানা স্থানে যত্রতত্র ভাবে প্রার্থীর বিভিন্ন তোরণ, পোস্টার ও ফেস্টুন লাগানো হয়। এছাড়াও বিদ্যুতের খুঁটি, সরকারি স্থাপনা ও বিভিন্ন দেয়ালে লাগানো হয়েছে নানা পোস্টার। সিইসি ঘোষণা মতে জনস্বার্থে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য এসব টাঙানো ফেস্টুন ব্যানার ও তোরণ অপসারণের লক্ষে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এরই আলোকে যত্রতত্রে টাঙানো ব্যানার, পোষ্টার গুলো অপসারণ করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্বে দেয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, নির্ধারিত সময়ের আগে বা আচরণবিধি লঙ্ঘন করে কোন প্রকার তোরণ নির্মাণ বা প্রচার সামগ্রী প্রদর্শন করা যাবে না। প্রশাসন থেকে বারবার সর্তক করার পরও যারা নিয়ম মানেনি এবং আইনকে তোয়াক্কা করেনি তাদের বিরুদ্ধে অভিযানের মাধ্যমে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।





