Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁওয়ে ২৭ লিটার চোলাই মদ ও টমটমসহ ব্যবসায়ী গ্রেপ্তার

কক্সবাজারের ঈদগাঁওয়ে ২৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি ব্যাটারিচালিত ইজিবাইকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

২৫ ডিসেম্বর ( বৃহশ্পতিবার)  উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে ঈদগাঁও-ঈদগড় সড়কে  নিয়মিত চেকপোস্ট বসিয়ে ডিউটি করার সময় একটি টমটমকে সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়ি থেকে ২৭ লিটার চোলাই মদ জব্দ এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জসিম উদ্দিন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জসিম বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার বাইশারী ইউনিয়নের হলুদিয়া এলাকার বাসিন্দা।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, চোলাই মদ ও টমটম জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

12Shares