Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁওয়ে ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

কক্সবাজারের ঈদগাঁওয়ে ফসলি জমির টপ সয়েল কটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

২৫ ডিসেম্বর( বৃহষ্পতিবার) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির।

জানা যায়, উপজেলার জালালাবাদ ইউনিয়নের পুর্ব বাহারছড়া এলাকায় রাতের আঁধারে ফসলি জমির টপ সয়েল গিলে খাচ্ছিলো একটি মহল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। এসময় ফসলি জমির টপ সয়েলের মাটি কেটে পাচার করার সত্যতা পাওয়া যায়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির বলেন, রাতের আঁধারে ফসলি জমির টপ সয়েল কাটার গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফসলি জমির উপরিভাগ কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও। 

অভিযান পরিচালনাকালে ঈদগাঁও থানা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা প্রদান করেন।

0Shares