Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় মাঝরাতে হেফজখানা ও এতিমদের মাঝে ইউএনও শাহীন দেলোয়ারের শীতবস্ত্র বিতরণ

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। এতে
জেঁকে বসেছে হাড়কাঁপানো প্রচন্ড ঠান্ডা ও শীত।
এই কনকনে শীতে চকরিয়া উপজেলা প্রশাসনের ত্রাণ শাখা থেকে পাঁচটি হেফজখানা ও এতিমখানার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) নিয়ে পাশে দাঁড়িয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
তিনি সোমবার রাতে উপজেলার সাহারবিল ইউনিয়নের তিনটি ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের দুটি হেফজখানা ও এতিমখানায় আকস্মিক ভাবে উপস্থিত হয়ে ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

​উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও নিজ হাতে এতিমখানার ছাত্রদের গায়ে কম্বল জড়িয়ে দেন। মাঝরাতে হঠাৎ হাতে উষ্ণ কম্বল পেয়ে এতিমখানার কোমলমতি ছাত্রদের মুখে হাসির ঝিলিক দেখা যায়।

​শীতবস্ত্র বিতরণ সম্পর্কে জানতে চাইলে ইউএনও শাহীন দেলোয়ার বলেন, ইতিমধ্যে জেঁকে বসেছে হাড়কাঁপানো প্রচন্ড ঠান্ডা ও তীব্র শীত। এ তীব্র শীতে এতিম ছোট্ট শিশুরা অনেক কষ্টে আছেন। সেটা চিন্তা করে প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে। এটি আমাদের দায়িত্বের একটি অংশ। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি তাদের সামান্যতম উষ্ণতা দেয়, তবেই আমাদের সার্থকতা। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রশাসনের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী শীতার্তদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতায় করা।
​এসময় ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, সাহারবিল ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) ফয়সল উদ্দিন আহমদ, খুটাখালী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের, উপজেলা ত্রাণ শাখার কার্য সহকারী রাজিব আলী প্রমুখ। হেফজখানা ও এতিমখানার শিক্ষকরা প্রশাসনের সময়োপযোগী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, উপজেলার যেসব হেফজখানা ও এতিমখানা প্রতিষ্ঠানে কম্বল বিতরণ করা হয়েছে সেগুলো হলো- শাহারবিল কেন্দ্রীয় হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা, কোরালখালী এতিমখানা, রামপুর মিছবাহুল উলুম মাদরাসা ও এতিমখানা, ঈদমনি দারুল আরকাম ওসমানিয়া এতিমখানা ও হাফেজখানা ও ঈদমনি মসজিদ সংলগ্ন হাফেজখানা।

0Shares