Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়া কৈয়ারবিলে মাতামুহুরী নদীতে নবনির্মিত তক্তার ব্রিজ উন্মুক্ত, চার হাজার মানুষ দুর্ভোগমুক্ত

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক ঘাটে মাতামুহুরী নদীতে নতুন নির্মিত তক্তার ব্রিজটি অবশেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দীর্ঘ সময় পরে নদীর উপর তক্তার ব্রিজটি নির্মিত হওয়ায় নদীর ওপারে খিলছাদক, ছোট ভেওলা অংশের চার হাজার মানুষ যাতায়াত দুর্ভোগ থেকে মুক্ত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের অর্থায়নে মাতামুহুরী নদীর উপর এই তক্তার ব্রিজটি তৈরি করা হয়েছে। বুধবার (৩১) ডিসেম্বর বিকালে নির্মাণকাজ শেষে ব্রিজটি ওই এলাকার জনগণের জন্য আনুষ্ঠানিক উন্মুক্ত ঘোষণা করেছেন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব।

ব্রিজটি উন্মুক্ত ঘোষণাকালে সেখানে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন পরিষদের সদস্যরা (মেম্বার) এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব বলেন, কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক ও ছোট ভেওলা এলাকার বাসিন্দারা স্থায়ী একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চলাচল দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন।

এ অবস্থায় এলাকার জনগণ প্রতিবছরের মতো এই মৌসুমেও নদীর উপর একটি অস্থায়ী ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে ইতোপূর্বে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত আবেদন করেন। এরই প্রেক্ষিতে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের অর্থায়নে জনগণের অবাধ চলাচল নিশ্চিত করতে মাতামুহুরী নদীর উপর কাঠের তৈরি উক্ত ব্রিজটি নির্মাণ করা হয়।

তিনি বলেন, ব্রিজের নির্মাণকাজ শেষে বুধবার বিকালে আনুষ্ঠানিকভাবে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আশাকরি ব্রিজটির বদৌলতে নদীর ওপারে খিলছাদক ও ছোট ভেওলার বাসিন্দারা যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগমুক্ত হয়েছে। পাশাপাশি ওই এলাকায় কৃষিজমিতে উৎপাদন রকমারি ফসল বাজারজাত করার সুফল পাবেন স্থানীয় কৃষকেরা।

2Shares