
কক্সবাজারের ঈদগাঁও বাজারে এলপিজি গ্যাসের মূল্য সরকার নির্ধারিত মূল্যের বেশি রাখায়, মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং মাপে কম দেয়ার অভিযোগে তিন দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময়
ঈদগাঁও থানা পুলিশের একটি দল তাকে সহযোগীতা করেন।।
রবিবার (৪ জানুয়ারী) বিকেলে ঈদগাঁও বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিং করা হয়। এ সময় এলপিজি গ্যাস সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮,৪০, ৪৬ ধারায় তিন দোকানিকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে চলবে।





