
আমরা এমন একটা সংসদ চাই, যেখানে আর কারো প্রশংসার স্তুতিবাক্য প্রচলন হবে না, নৃত্যবিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামীতে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আমরা এমন একটি সংসদ বির্নিমান করতে চাই, যে সংসদে আর শুধু নৃত্যগীত হবেনা, সেই সংসদে মানুষের কথা বলা হবে, সেই সংসদে এমপি হিসেবে কোন সন্ত্রাসীর জায়গা হবে না। সংসদে শুধুমাত্র জনগণের মৌলিক অধিকার ও উন্নয়নের কথা বলা হবে এবং এদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর বারোটায় চকরিয়া উপজেলার পালাকাটা মাছঘাট স্টেশনে চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আগামীর সংসদে আইন প্রণয়ন করা হবে যার মধ্যদিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা এমন একটি সংসদ চাই যেখানে আর কারো প্রশংসার স্তুতিবাক্য প্রচলন হবেনা। সংসদ সদস্যরা মানুষের জন্য কথা বলবেন, সেই সংসদে বিরোধীতা থাকবে। এমন সংসদ প্রতিষ্ঠা করে আমরা পৃথিবীর বুকে নজির স্থাপন করতে চাই।
তিনি বলেন, আগামীর নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। আগামীর নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন। শুধু তাই নয় আগামীর নির্বাচন হবে শহীদের রক্তের উপর দাড়িয়ে আমরা যে প্রস্তুতি করেছি সেটা বাস্তবায়নের নির্বাচন, সুতারং আমরা মনে করি আগামীর নির্বাচন হবে এই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন।
এই নির্বাচন জাতির বাক বদলের মাধ্যমে গণতন্ত্র দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান একটি শক্তিশালী ভিত্তি পাবে। তার মধ্যদিয়ে গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে সেই সমস্ত প্রতিষ্ঠান কাজ করবে।
মহিলা দলের সভায় আর বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া),চকরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল কাঁকন, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী আহমদ, সদস্য সচিব শরিফুল আলম প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একইদিন বিকালে চকরিয়া গ্রামার স্কুল সংলগ্ন এলাকায় চকরিয়া পৌরসভা মহিলাদল আয়োজিত অপর একটি কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
চকরিয়া পৌরসভা মহিলা দলের সভাপতি রিফাত হায়দার এর সভাপতিত্বে এ কর্মীসভায় আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম আবদুর রহিম, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.কুতুবউদ্দিন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাহেদুল মোস্তফা সাহেদ, পৌরসভা বিএনপি নেতা গিয়াস উদ্দিন, মঈন উদ্দিন মঈনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।





