Search
Close this search box.
Search
Close this search box.

সমন্বিত মেরিন ক্যাডেট একাডেমিতে চান্স পেল চকরিয়ার এনায়েত

সমন্বিত মেরিন ক্যাডেট ভর্তি পরীক্ষা–২০২৬ (বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর)-এ অংশগ্রহণ করে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে সাফল্য অর্জন করেছেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সিকদারপাড়া এলাকার কৃতী সন্তান এনায়েতুর রহমান হামিম। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি পরিবার, এলাকা এবং সমগ্র চকরিয়াবাসীর জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।

এনায়েতুর রহমান হামিম খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রয়াত শফিকুর রহমানের কনিষ্ঠ পুত্র। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই যাঁর জীবনের ব্রত ছিল, সেই আলোকিত মানুষটির আদর্শ, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার প্রতিফলন আজ তার সন্তানের এই সাফল্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে। অনেকেই মনে করছেন, আজকের এই অর্জন প্রয়াত পিতার স্বপ্ন পূরণের পথে এক গুরুত্বপূর্ণ ধাপ এবং তাঁর আত্মার প্রতি এক গভীর শ্রদ্ধার নিঃশব্দ নিবেদন।

এছাড়াও তিনি চকরিয়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হেফাজত রহমানের কনিষ্ঠ ভাই। পরিবারটির শিক্ষা, মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার ঐতিহ্যের ধারাবাহিকতায় এনায়েতুর রহমান হামিম ছোটবেলা থেকেই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বেড়ে ওঠেন। পড়াশোনার পাশাপাশি তিনি সবসময় নিজেকে মানসিক ও নৈতিকভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন, যার ফলশ্রুতিতেই আজ এই সাফল্য ধরা দিয়েছে।

জানা যায়, দীর্ঘ সময় ধরে কঠোর অধ্যবসায়, নিয়মিত অধ্যয়ন ও আত্মনিবেদনই ছিল হামিমের সাফল্যের মূল চাবিকাঠি। প্রতিকূলতা ও নানা সীমাবদ্ধতার মাঝেও তিনি কখনো দমে যাননি। বরং প্রতিটি চ্যালেঞ্জকে শক্তিতে পরিণত করে এগিয়ে গেছেন লক্ষ্যপানে। তার এই দৃঢ় মনোবল ও অধ্যবসায় আজ অনেক শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

এনায়েতুর রহমান হামিমের এই সাফল্যে পরিবারে বইছে আনন্দের বন্যা। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস ও আবেগঘন অনুভূতি। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত করা হচ্ছে। স্থানীয় শিক্ষক, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেছেন, এই সাফল্য প্রমাণ করে, চকরিয়ার সন্তানরাও মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারে।

অনেকে আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে একজন দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক মেরিন কর্মকর্তা হিসেবে এনায়েতুর রহমান হামিম দেশের নৌপরিবহন ও সামুদ্রিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার হাত ধরেই একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজ পতাকা আরও গর্বের সঙ্গে উড়বে, এমন প্রত্যাশাই আজ চকরিয়াবাসীর হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে।

0Shares