
আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-০১ (চকরিয়া পেকুয়া) আসনে ভোটের মাঠে থাকা তিনজন সংসদ সদস্য প্রার্থী অবশেষে প্রতীক বরাদ্দ পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকাল দশটায় কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান।
এসময় চকরিয়া পেকুয়া আসন ছাড়াও কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন দলের ১৭ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচারনা শুরু করবেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে তিনজন প্রার্থীর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (ধানের শীষ), জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক ( দাঁড়িপাল্লা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী পেয়েছেন (হাতপাখা) প্রতীক। মুলতঃ তিন প্রার্থী দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন।
জানা যায়, প্রতীক বরাদ্দের সময় বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ উপস্থিত না থাকলেও তাঁর প্রতিনিধি হিসেবে চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন ধানের শীষ প্রতীক গ্রহন করেন। অন্যদিকে জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক নিজে উপস্থিত থেকে দাঁড়িপাল্লা এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ ছরওয়ার আলম কুতুবী নিজেই হাতপাখা প্রতীক রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে গ্রহন করেন।
জানা গেছে, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারী সকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
জেলা নির্বাচন অফিসের সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন, মহিলা ভোটার ২ লাখ ৪৮হাজার ৬২০ জন।
উপজেলা ভিত্তিক পরিসংখ্যান মতে, চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় মোট ভোটার সংখ্যা: ৩ লাখ ৮৬ হাজার ৪৯০ জন এবং পেকুয়া উপজেলার ৭ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা: ১ লাখ ৪৬ হাজার ৫৯৯ জন। এই সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১৭৫টি এবং মোট বুথকক্ষের সংখ্যা: ১০০৬টি।
প্রসঙ্গতঃ এ আসনে ইতোপূর্বে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ তিনবার ও তাঁর সহধর্মিণী এডভোকেট হাসিনা আহমদ একবার সংসদ সদস্য নির্বাচিত হন।
অপরদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক ও ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ছরওয়ার আলম কুতুবী এবারই সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।





