Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়া কোরক বিদ্যাপীঠ ও কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাব পরিদর্শনে উপসচিব 

কক্সবাজার জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠের আইসিটি ল্যাব পরিদর্শনে এসেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপসচিব ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে তিনি বিদ্যালয় প্রাঙ্গনে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান শিক্ষক-শিক্ষার্থীরা। 

পরে তিনি চকরিয়া কোরক বিদ্যাপীঠের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং লেখাপড়ার সার্বিক প্রেক্ষাপট সরেজমিনে প্রত্যক্ষ করেন। এর ফাঁকে তিনি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি স্বনির্ভর লেখাপড়া নিশ্চিত করতে ইতোপূর্বে সংশ্লিষ্ট অধিদপ্তর কতৃক স্থাপিত আইসিটি ল্যাব পরিদর্শন করেন এবং তথ্য প্রযুক্তি সমৃদ্ধ লেখাপড়া নিশ্চিতে শিক্ষকদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানান। 

এসময় চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ নুরুল আখের, সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

তাঁর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপসচিব ড. মোহাম্মদ আনোয়ার হোসেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। 

এসময় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান আরিফ ছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

0Shares