Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় উপকুলের নদীতে ভাসমান জেলের মরদেহ উদ্ধার 

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালীতে নদীতে ভাসমান অবস্থায় সৈয়দুল খাইর (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল চারটার দিকে স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে উপজেলার বদরখালী ইউনিয়নের রাজস্থান শিলখালী গুনিয়া স্লুইস এলাকায় নদী থেকে নৌপুলিশের একটি টিম নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।

নিহত সৈয়দুল খাইর চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মালুমঘাট কাটাখালী এলাকার মৃত আবুল হাশেমের ছেলে। 

বদরখালী নৌপুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের সময় নিহত ব্যক্তির মুখমন্ডলে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি পেশায় একজন জেলে। 

নিহতের এক ভাতিজা মোবাইলে বলেন, আমার চাচা সৈয়দুল খাইর দীর্ঘদিন ধরে নদীতে মাছ ধরে পরিবারের  জীবিকা নির্বাহ করে আসছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুর দুইটার দিকে তিনি বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে নিজের নৌকা নিয়ে বের হন। রাতে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। এরইমধ্যে আজ (বৃহস্পতিবার) বদরখালী নৌপুলিশের দেওয়া খবরের ভিত্তিতে জানতে পারি নদী থেকে আমার চাচার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বদরখালী নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে বদরখালী ইউনিয়নের গুনিয়া স্লুইস এলাকার নদীতে ভাসমান অবস্থায় বৃহস্পতিবার বিকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। 

প্রথমে তাঁর পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। পরে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের ছবি পোস্ট দিয়ে পরিচয় সনাক্তে সহায়তা চাওয়া হলে সন্ধ্যার পর পরিবার সদস্যরা নৌ-থানায় এসে নিহতের পরিচয় সনাক্ত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহের মুখে আঘাতের একটি চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে কেউ আঘাত করেছে অথবা তিনি মাছ ধরার সময়  যেকোনো কারণে আঘাত পেয়েছেন। 

নৌপুলিশের ওসি বলেন, নিহত ব্যক্তির পরিবারের আবেদন সাপেক্ষে এ বিষয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0Shares