Search
Close this search box.
Search
Close this search box.

দেশে একটি শক্তি বিদেশিদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতি করছে: সালাহউদ্দিন

শুক্রবার সকাল দ্বিতীয় দিনের প্রচারণার শুরুতে নির্বাচনী এলাকায় লবণ মাঠে গিয়ে লবণ চাষী শ্রমিকদের আব্দার রাখতে গিয়ে তাদের সঙ্গে সেলফি তুলেছেন। আবার ফেরার পথে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে নিয়ে ঘুড়ি উড়িয়ে দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ। 

শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজরের পেকুয়া উপজেলার উপকূলীয় জনপদ মগনামা ইউনিয়নে  প্রচারণা চালাতে গিয়ে সালাহউদ্দিন আহমদ সবাইকে অবাক করে ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা ঘটান। 

জানা গেছে, শুক্রবার সকাল আটটার পর পেকুয়া উপজেলা সদরের বাসভবন থেকে নিজ উপজেলার মগনামা ইউনিয়নে প্রচারণা চালাতে যান বিএনপি তথা ধানের শীষ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ। এসময় লবণ চাষীরা মাঠে কাজ করতে দেখেলে তিনি মাঠে নেমে পড়েন। লবণ চাষীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করনে। 

এক পর্যায়ে লবণ চাষীরা তার সাথে ছবি তোলার আবদার করেন। তিনি লবণ চাষীদের শুধু আবদার না , নিজে মোবাইল নিয়ে সব চাষীদের ডেকে সেলফি তোলেন। এতে সব চাষী খুশিতে আত্মহারা হয়ে যায়। 

এরপরে লবণ মাঠের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘুড়ি উড়াতে দেখতে পেলে সেখানেই নেমে যান সালাহউদ্দিন আহমদ। পরে তাদের সাথে নিয়ে ঘুড়ি খেলায় মত্ত হয়ে যান তিনি। এসময় ছোট্ট বাচ্চারা স্লোগান দিতে থাকেন। “আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম” বলে বলে স্লোগান ধরতে থাকেন। সালাহউদ্দিন আহমদ তাদের স্লোগানের জবাবে হাত তালি দিয়ে তাদের উৎসাহিত করেন। 

মগনামা ইউনিয়নের বাসিন্দা লবণ চাষী আমির হামজা বলেন, অনেকবছর পর এলাকার সন্তান সালাহউদ্দিন আহমদকে আমরা কাছে পেয়েছি। আমরা খুব আবেগাপ্লুত। তিনি একজন জাতীয় পর্যায়ের নেতা। তিনি যে এরকমভাবে আমাদের সাথে মিশে যাবেন ভাবতে পারিনি। ওনাকে বিপুল ভোটে জয়ী কওে আমরা সংসদে পাঠাবো। ওনি সংসদে গেলে লবণ চাষীদের ভাগ্যন্নয়ন হবে বলে আমরা বিশ্বাস করি। 

লবণ চাষীদের সঙ্গে কথা বলে, সেলফি তুলে ফেরার পথে সালাহউদ্দিন আহমদ ঢৃকে পড়েন পাশের গ্রামের একটি হতদরিদ্র পরিবারের বাড়িতে। এসময় তিনি নিজে ওই বাড়ির গৃহকর্ত্রী থেকে এক গ্লাস পানি চান, পরে গৃহকর্তা গ্লাসে করে পানি এনে দিলে বাড়ির উঠানে বসা সালাহউদ্দিন পানি পান করতে করতে পরিবারের নারী-পুরুষ সদস্যদের কাছ থেকে জীবনযাত্রার খুটিনাটি বিষয়ে জানতে চান। এসময় আশপাশের বাড়ির নারী-পুরুষ সবাই এলাকার সন্তান প্রিয় নেতাকে কাছে পেয়ে খুশীতে আত্মহারা হয়ে পড়েন।

এদিকে একইদিন শুক্রবার বেলা এগারোটার দিকে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানকিপুর ইউনিয়নে এবং বিকালে বরইতলী ইউনিয়ন বিএনপি আয়োজিত ধানের শীষের সমর্থনে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ।  

তিনি বলেন, দেশে একটি শক্তি বিদেশিদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতি করছে। বিএনপিই একমাত্র দল দেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে তারা ভারতে পালিয়ে গেছে। আরেকটি শক্তি বিদেশিদের গোলামী করার জন্য রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইছেন। সেব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। 

দেশে যেন আর কোনদিন ফ্যাসিবাদি শক্তি ফিরে নাদ বাংলাদেশ বির্নিমানে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ধানের শীষের পক্ষে গণতন্ত্রের পক্ষের শক্তিকে ভোট দেয়ারও আহবান জানান তিনি। 

এসময় তার সাথে ছিলেন -চকরিয়া ও পেকুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

1Shares