Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান দিদারুল আটক

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের সদ্য অব্যাহতি দেওয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দিদারুল হক সিকদার যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে কোনাখালী ইউনিয়নে বাড়ির পাশে নিজের পদ্ধতির মৎস্য ঘের থেকে তাঁকে আটক করা হয়েছে। 

দিদারুল হক সিকদার ইতোপূর্বে টানা তিনবার কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পরপর দুইবার নৌকা প্রতীকে এবং শেষবার (২০২১ সালের নভেম্বর মাসে) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটর সাইকেল প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। 

তিনি চকরিয়া উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার কোনাখালী সিকদারপাড়া গ্রামে। তিনি ওই এলাকার  জমিদার মরহুম  শাহাদাত হোসেন চৌধুরীর ছেলে। 

আটকের পরপর দিদারুল হক সিকদার তার ফেসবুক আইডি থেকে আটকের কথা স্বীকার করেন। তিনি লিখেন “আমি গ্রেফতার হয়েছি, প্রিয় কোনাখালীবাসী শান্ত থাকুন। আপনাদের প্রার্থনায় রাখুন”।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন। তিনি বলেন, শুক্রবার বিকালে যৌথবাহিনীর অভিযানে কোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক সিকদার আটক হয়েছেন। তাঁকে রাত নয়টার দিকে যৌথবাহিনি থানায় হস্তান্তর করেছে। 

ওসি বলেন, তাঁর বিরুদ্ধে কী কী মামলা রয়েছে, তা যাছাই করা হচ্ছে। শনিবার তাঁকে আদালতে সৌপদ্দ করা হবে।

0Shares