Search
Close this search box.
Search
Close this search box.

কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সাংস্কৃতিক সপ্তাহ শুরু

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন দিনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ জানুয়ারি) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কিশলয় ট্রাস্ট চেয়ারম্যান খোদেজা বেগম তাঁর বক্তব্যে বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি শিক্ষার্থীদের অবশ্যই কো–কারিকুলাম অ্যাক্টিভিটিস চর্চা করতে হবে। কারণ এটি নারীদের মানস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

তিনি বলেন, খেলাধূলা শরীর ও মনকে সুস্থ রাখার অন্যতম মাধ্যম। ডিজিটাল যুগের প্রজন্ম প্রয়োজনে অপ্রয়োজনে স্মার্ট ফোনে আসক্ত হয়ে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ছে। এর থেকে তাদের উদ্ধার করতে হলে খেলাধূলা ও সাংস্কৃতিক কার্যক্রমে উদ্বুদ্ধ করতে হবে। 

প্রতিষ্ঠানটির ট্রাস্ট চেয়ারম্যান খোদেজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন।

শিক্ষক এহেছান আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত, স্কুল সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। পরে অতিথিবৃন্দ বেলুন ও ফিতা কেটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন করেন।

এতে সোলতানা রাজিয়া, বেগম রোকেয়া ও নবাব ফয়জুন্নেসা নামে তিনটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করেন শিক্ষার্থীরা। পরে দলীয় তাবু পরিদর্শন করা হয়। 

ক্রীড়া সপ্তাহে সিনিয়র শিক্ষক আকবর হোসাইন খোকন, এহছানুল কবির, সিদুল কান্তি শর্মা, জয়নাব বাহার, মোঃ রিদুয়ানুল হক, নাজমা আকতার সিদ্দিকী, আজিজুর রহমান,  নুরুল ইসলাম, সাদিয়াতুল মোস্তারি, বেলাল উদ্দিন, শাহাব উদ্দিন,  নুরুল আমিন কাদেরী প্রমুখ।

0Shares