কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের নতুনপাড়া এলাকায় পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পুকুরে ডুবে নিখোঁজ হয় শিশু দুটি। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁদের লাশ পুকুরের এক কোণায় ভেসে উঠে।
নিহত শিশুরা হলো নতুনপাড়া এলাকার সৌদি আরব প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে সায়েমা আকতার (৪) ও নুরুল আজিমের মেয়ে নাজমা মনি (৪)।
টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, শিশু দুইজন অন্য শিশুদের সাথে বাড়ির কাছাকাছি একটি পুকুরের পাড়ে খেলছিলেন। খেলতে খেলতে কখন তারা পুকুরে ডুবে যায় তা কেউ টের পায়নি। সন্ধ্যার পরেও ঘরে না ফেরায় সবাই শিশুদের খোঁজ নিতে থাকেন। একপর্যায়ে পুকুরের এক কোণায় তাদের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে স্বজনেরা ওই দুই শিশুর লাশ উদ্ধার করে।
এদিকে শিশুদের পুকুরে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাতেই জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন করা হয়।