পেকুয়া প্রতিনিধি
পেকুয়া উপজেলার আওতাধীন উজানটিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশের কমিটি অনুমোদিত হয়েছে। সম্প্রতি পেকুয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম এবং সাধারণ সম্পাদক চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী এইচ এম রাশেদুল কবির এই তথ্য জানিয়েছেন।
কমিটিতে সভাপতি করা হয়েছে উজানটিয়া ইউপির সাবেক মেম্বার জিয়াবুল হক সিকদারকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে উজানটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে।
‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’ এ প্রতিপাদ্যকে বুকে ধারণ করে উজানটিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি বলেন, ‘বাংলাদেশে জনগণের তুলনায় পুলিশের সংখ্যা কম। তাই পুলিশের দৈনন্দিন কার্যক্রমে গতি আনতে ও অপরাধ নির্মূলে কমিউনিটি পুলিশের ভূমিকা রয়েছে। আমাদের কার্যক্রমও সেভাবে পরিচালিত হবে।’