Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় পুলিশের অভিযানে চার আসামি গ্রেপ্তার

চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাঙ্গারমুখ এলাকার আনজু মিয়ার ছেলে সাইফুল ইসলাম রানা (৩০), বদরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মগনামাপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে মোঃ নাজিম উদ্দীন (৫২), একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুটিয়াখালী পাড়া এলাকার আহম্মদ হোসেনের ছেলে আবুল বাশার (৩৫) ও টেকনাফ উপজেলার ডেইলপাড়া এলাকার আলী আহমদের ছেলে জাফর আলম (৪২)। 

থানা পুলিশ জানায়, গ্রেপ্তার সাইফুল ইসলাম চকরিয়া থানা মামলা নং-৪০/৪১৪ এর আসামি, নাজিম উদ্দিন  চকরিয়া থানার মামলা নং-৬১/৪৩৫, মামলার, আবুল বাশার চকরিয়া থানা মামলা নং-৬২/৪৩৬ মামলার ও জাফর আলম চকরিয়া থানা মামলা নং-৬৩/৪৩৭ মামলার এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনজুর কাদের ভূঁইয়া বলেন, গ্রেপ্তার চারজন আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

19Shares