হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার।
মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শমী কায়সার। এই আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার তাঁকে অন্তবর্তীকালীন জামিন দেন।
আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার।
পরে আইনজীবী হামিদুল মিসবাহ বলেন, এই মামলায় হাইকোর্ট শমী কায়সারকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন। শমী কায়সার কাশিমপুর মহিলা কারাগারে আছেন। অন্য কোনো মামলা না থাকলে এখন তাঁর কারামুক্তিতে আইনগত বাধা নেই।
গত ৬ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ।
ছাত্র-জনতার আন্দোলনকালে একজন আহত হওয়ার ঘটনায় উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলাটি করা হয়।