
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার নলবিলার ডলমপীর শাহ মাজার সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় অপরজন গুরুতর আহত হন। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. জিসান (৩৪) বান্দরবানের আলীকদম উপজেলার আবাসিক এলাকার ছৈয়দ আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, জিসানসহ চারজন দুটি মোটরসাইকেলে বান্দরবান আদালতে মামলার হাজিরা দিতে যাচ্ছিলেন। গ্রীণলাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। নলবিলার ডলমপীর মাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। মোটরসাইকেল আরোহীদের মধ্যে একজন নিহত ও অপরজন আহত হন।
চিরিংগা হাইওয়ে পুলিশের পরিদর্শক আরিফুল আমিন বলেন, সকাল সাড়ে আটটার দিকে মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। তবে বাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন।