
পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় অবস্থিত দারুত তাকওয়া হিফয মাদ্রাসায় মোতাফাররিকা বিভাগের নবীন বরণ ও উদ্বোধনী দারস প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে মাদ্রাসার চতুর্থ তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধনী দারস প্রদান করেন পোকখালী জামিয়া এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুর রহিম প্রকাশ তুলাতুলি হুজুর, জামিয়া মুজাহেরুল উলুম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা হাফেজ জাবের প্রকাশ শহরী হুজুর, শিক্ষা পরিচালক ও সিনিয়র মুহাদ্দিস, শায়েরে ইসলাম আল্লামা ইসমাইল জবীহ।
দারুত তাকওয়া হিফয মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ ইলিয়াছ জানিয়েছেন, অনুষ্ঠানে মোতাফাররিকা বিভাগের ২০ জন ও হিফয বিভাগের ৩১ জন মেয়ে সবক নেয়। প্রতিষ্ঠানটিতে সাড়ে ৩শতাধিক শিক্ষার্থী বর্তমানে অধ্যয়ন করছেন।
2Shares