
কক্সবাজারের চকরিয়ায় বাড়ি থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত সোমবার গরুগুলো উদ্ধার করে বাড়ি নিয়ে আসার পথে উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার লালুর শিয়া চারপথের মুখ এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা।
গরুর মালিক মুর্শিদা আকতার উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফরেস্ট অফিস পাড়ার মৃত আব্দুর রহিমের স্ত্রী। হামলায় আহতেরা হলেন গরু মালিক মুর্শিদার বাবা নুরুল ইসলাম (৫৮) ও তাঁর ছেলে মোহাম্মদ ইসমাইল (২৮)।
গরু মালিক মুর্শিদা আকতার জানান, গত রোববার (১১ মে) দুপুরে খুটাখালী ইউনিয়নের জয়নগর এলাকার এহেছানুল হকের ছেলে মো. সায়মুন (১৯) ও মৃত ইসমাইলের মো. শাহেদ (৫০) মিলে খুটাখালী বনবিটের আঙ্গিনার ভিতরে বেঁধে রাখা আমার দুটি গরু চুরি করে নিয়ে যায়। পরে আমি এ ঘটনায় চকরিয়া থানায় অভিযোগ দায়ের করি। অভিযোগের ভিত্তিতে থানার এসআই আব্দুল হান্নান ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনকে গরু উদ্ধারের সহযোগিতা করতে বলে। পরদিন সোমবার (১২ মে) দুপুরে খবর পেয়ে গরু দুটো উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার সময় পথিমধ্যে অভিযুক্ত চোরের দল হঠাৎ করে হামলা চালিয়ে গরু মালিকের বাবা ও তাঁর ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এবিষয়ে চকরিয়া থানার এসআই আব্দুল হান্নান বলেন, চুরি হওয়া গরু উদ্ধারের জন্য গেলে গরু মালিকের বাবা ও ভাইকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।