
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকা থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আওয়ামী লীগের ওই নেতার স্বীকারোক্তিতে একটি অস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে পেকুয়া থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার আওয়ামী লীগের নেতার নাম মনির উদ্দিন ওরফে মনুর (৩৮)। তিনি শিলখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি পেশায় কৃষি কাজ করেন।
পুলিশ জানায়, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর পুলিশ স্থানীয় সোর্সের মাধ্যমে আওয়ামী লীগের নেতা মনির উদ্দিনের ওপর নজর রাখে। তাঁর চলাফেরা বেশ সন্দেহজনক ছিল। পরে পুলিশের একটি দল গতরাতে মনিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তাঁর পরিত্যক্ত গোয়ালঘর থেকে দেশে তৈরি একটি বন্দুক (এলজি) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, আওয়ামী লীগের নেতা মনির উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।
তবে গ্রেপ্তার মনির উদ্দিনের ভাগিনা তৌহিদুল ইসলাম অভিযোগ করেন, তাঁর মামাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে পুলিশ অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়েছে। এটি ষড়যন্ত্র, চক্রান্ত। তাঁরা মনির উদ্দিনের নিঃশর্ত মুক্তি চান।