Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়া থানার তিন মামলায় সাতদিনের রিমান্ডে জাফর

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে সাতদিনের রিমান্ডে পেকুয়া থানায় নেওয়া হয়েছে। পৃথক তিনটি মামলায় তাঁর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ১৮ জুন থেকে ১৪ দিনের রিমান্ডে চকরিয়া থানায় ছিলেন জাফর আলম। রিমান্ড শেষে আজ বুধবার সকাল সাড়ে নয়টায় তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ১৪ দিনের রিমান্ড শেষে আজ বুধবার সকাল সাড়ে নয়টায় চকরিয়া থানা থেকে জাফর আলমকে আদালতে হাজির করা হয়। এসময় পেকুয়া থানার একটি মামলার তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমান্ড চান। আদালত শুনানি শেষে ওই মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে অন্য দুটি মামলায় জাফরের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সকাল ৯ টা ৩৬ মিনিটে মোট সাতদিনের রিমান্ডের জন্য জাফর আলমকে পুলিশ চকরিয়া আদালত থেকে পেকুয়া থানায় নিয়ে গেছে।

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি গোলাম সরওয়ার বলেন, গত ১৮ জুন চকরিয়া থানার পাঁচ মামলায় ১৪দিন ও পেকুয়া থানার দুই মামলায় চারদিন রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। চকরিয়া থানার পাঁচ মামলায় ১৪দিন রিমান্ড শেষে জাফর আলমকে আজ সকাল নয়টায় আদালতে উপস্থাপন করা হয়।

এপিপি গোলাম সরওয়ার বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পেকুয়ার টৈটং ইউনিয়নের বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে জাফর আলমসহ ৫০-৬০জন আসামি ধানের শীষের এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যালট পেপারে সীল মেরে বাক্সে ঢুকিয়ে রাখেন। ৫ আগস্টের পটপরিবর্তনে সে ঘটনায় মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ওই মামলায় জাফর আলমের সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। পেকুয়া থানার পূর্বের দুই মামলাসহ মোট তিন মামলায় সাতদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে জাফর আলমের।

মালয়েশিয়া থেকে সাবেক সংসদ সদস্য জাফর আলমের ছেলে তানভীর আহমদ সিদ্দিকী বলেন, পেকুয়া থানায় আমার বাবা পুরোপুরি সুরক্ষিত নন। মব তৈরি করে যেকোনো সময় বড়ধরণের অঘটন ঘটিয়ে ফেলতে পারেন। পেকুয়ায় রাজনৈতিক প্রভাবশালী একজনের বাড়ি হওয়ায় প্রশাসন তাঁর কথায় উঠে আর বসে। একারণে আমরা পেকুয়া থানায় বাবার নিরাপত্তা ঝুঁকি দেখছি। পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমরা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।

তিনি বলেন, ৬৯ বছর বয়সী মানুষটি বিভিন্ন জঠিল রোগে ভুগছেন। তাঁর পিত্তথলি অপসারণ করা হয়েছে এবং তিনি উচ্চ রক্তচাপ ও উচ্চ ডায়াবেটিসে ভুগছেন। পেকুয়ায় মানসম্মত হাসপাতালও নেই। একারণে তিনি স্বাস্থ্য ঝুঁকিতেও রয়েছেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সাবেক সংসদ সদস্য জাফর আলমকে সাতদিনের রিমান্ডে পেকুয়া থানায় নেওয়া হয়েছে। তাঁর নিরাপত্তায় যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। সবকিছুর ওপর আমাদের সর্বাত্মক নজরদারি রয়েছে।

0Shares