
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ইজিবাইক চালককে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে উল্টে গিয়ে কমবেশি ১০ জন যাত্রী আহত হয়েছে। তাদের তাৎক্ষণিক উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৯ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ফুলছড়ি গেট নামক স্থানে ঘটে এ দুর্ঘটনা। এসময় দীর্ঘ যানজট লেগে প্রায় ঘন্টাব্যাপী গাড়ি চলাচল থাকে। পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের বাসটির সামনে হঠাৎ ইজিবাইক চলে আসে। এসময় জোরে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। মুহুর্তেই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং কমবেশি ১০ জন যাত্রী আহত হয়েছে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফুলছড়ি এলাকায় হানিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসে থাকা ১০ যাত্রী আহত হয়েছেন। তবে নিহতের খবর পাওয়া যায়নি।