
কক্সবাজারের চকরিয়ায় একজন ছাত্রলীগের নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এর আগে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় আজ সোমবার বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করে।
পুলিশ ও ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মাহমুদের নেতৃত্বে ‘ক্যাঙারু কোর্টের বিচার মানি না, মানব না’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা সম্বলিত ব্যানার নিয়ে মিছিল করে ২৫-৩০ জন ছাত্রলীগের নেতা-কর্মী। মিছিলটি মগবাজার সড়ক হয়ে উপজেলা পরিষদের সামনে থেকে ঘুরে মগবাজার গিয়ে শেষ হয়। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতা-কর্মীদের আটকে অভিযান শুরু করে পুলিশ। দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনজনকে আটক করে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ছাত্রলীগের নেতা সাকলাইন মোহাম্মদ আলিফকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুজনকে জিজ্ঞাসাবাদ ও ছাত্রলীগের সঙ্গে তাঁদের সম্পৃক্ততার বিষয়টি যাচাইÑবাছাই করা হচ্ছে।





