
কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে আব্দুল্লাহ আল রায়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের দরগা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
শিশু রায়ান দরগা রাস্তার মাথা এলাকার হাফেজ নুরখান উদ্দিনের ছেলে।
স্থানীয় এলাকাবাসী বলেন, বুধবার সকালে বাড়ির উঠানে খেলছিল রায়ান। খেলার একপর্যায়ে শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কাকারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়।
0Shares





