Search
Close this search box.
Search
Close this search box.

খুটাখালীতে নির্মাণাধীন ২ বসতঘর গুড়িয়ে দিল বনবিভাগ 

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী এলাকায় বন বিভাগের জায়গা দখল করে নির্মাণাধীন ২ বসতঘর গুড়িয়ে দিয়েছে বনবিভাগ।

১২ নভেম্বর (বুধবার) সকালে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচায় বিট কর্মকর্তা নাজমুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে বনবিটের এফজি, হেডম্যান, ভিলেজার ও পাহারা দলের সদস্যরা অংশ নেন। 

বনবিভাগ সূত্রে জানা গেছে, এলাকার ফরিদ ও মাঈনুদ্দীন বনের জমি দখল করে বসতঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি বনবিভাগের নজরে এলে প্রাথমিকভাবে তারা বাধা দেয়। এতে স্থানীয়রা তাদের পিছু নেয়। 

সর্বশেষ কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মারুফ হোসেনের নির্দেশে বুধবার সকালে বিট কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ওই এলাকায় অভিযান চালান। এ সময় নির্মাণাধীন ঘর ২টি গুঁড়িয়ে দেওয়া হয়। 

এ বিষয়ে ফরিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, বসতঘর নির্মাণ করেছি সত্য। কিন্তু আরও অনেকে বন বিভাগের জায়গায় এভাবে বসতঘর নির্মাণ করেছেন। আমি আংশিক জায়গায় ঘর নির্মাণ করেছি। তাও বনবিভাগের লোকজন বাধা দেওয়ার কারণে কাজ বন্ধ রেখেছি। আমি ও চাই বন বিভাগের জায়গা থেকে সকলে উচ্ছেদ হোক।

খুটাখালী বনবিট কর্মকর্তা মো. নাজমুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, বনবিভাগের জায়গায় ঘর বাধার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি তাদের নিষেধও করা হয়েছে। নিষেধ অমান্য করায় বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি বিষয় প্রক্রিয়াধীন।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান বলেন, যেসব লোকজন বনবিভাগের জায়গা দখল করে বসতঘর নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দখল করেছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতে অভিযান চালানো হবে।

0Shares