Search
Close this search box.
Search
Close this search box.

এই সপ্তাহে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

এরই মধ্যে ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে প্রীতি ম্যাচে মাঠে নামবে তারা। আন্তর্জাতিক বিরতিতে সাধারণত দুটি করে প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা দুই প্রীতি ম্যাচ খেললেও তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে এক ম্যাচ।

আ্যঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীয় উপলক্ষে ১৪ নভেম্বর দেশটির বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ খেলতে অ্যাঙ্গোলা সরকারের কাছ থেকে প্রায় ১৭০ কোটি টাকা নেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

অ্যাঙ্গোলা ম্যাচ শেষে ভারতে প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটি আর হয় উঠেনি আর্জেন্টিনার। লজিস্টিক, স্টেডিয়ামের প্রস্তুতিতে দেরি হওয়া এবং ফিফার অনুমোদন না পাওয়ায় ভারত সফর বাতিল করে তারা।

অন্যদিকে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই ইউরোপ সফরে ম্যাচ খেলবে ব্রাজিল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ১৫ নভেম্বর সেনেগালের বিপক্ষে খেলবে তারা। এ বছর সেলেসাওদের শেষ ম্যাচ ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলো, আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ উপমহাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার করবে না। বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশও দুটি ম্যাচ খেলবে। একটি ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ, অন্যটি ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ।

0Shares