Search
Close this search box.
Search
Close this search box.

গণভোট ও সংসদ নির্বাচন একইদিন: প্রধান উপদেষ্টা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেছেন।

ভাষণে তিনি জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কথা বলেন। দুপুর আড়াইটার পর প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশে বক্তব্য শুরু করেন।

জাতির উদ্দেশে ভাষণের আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে বসে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এরপর ভাষণ দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করেছে।

0Shares