Search
Close this search box.
Search
Close this search box.

আন্তর্জাতিক বীচ ভলিবলের দু’প্রতিযোগিতা কক্সবাজারে শুরু কাল

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সাগর সৈকতে কাল ৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে অলিম্পিক গেমস ২০২৪ এর বীচ ভলিবলের দু’টি ইভেন্টের জোনাল বাছাই পর্ব। বঙ্গবন্ধু এভিসি বীচ কন্টিনেন্টাল কাপ ফেস ওয়ান ( ম্যানস-ওম্যানস)২০২৩ এবং বঙ্গবন্ধু কাভা বীচ ভলিবল ( ম্যানস-ওম্যানস) ২০২৩ সহ মোট দুটি আন্তর্জাতিক বীচ ভলিবল প্রতিযোগিতা কলাতলি ডলফিন বীচে অনুষ্ঠিত হবে। আট দিন ব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ নয়টি দেশের পুরুষ ও মহিলা ভলিবল দল অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দেশ গুলো হচ্ছে-ভুটান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, ইরান, উজবেকিস্তান, ভারত, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ।

এদিকে সাগরসৈকতে আন্তর্জাতিক বীচ ভলিবল প্রতিযোগিতা উপলক্ষে এক সংবাদ সম্মেলন ৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় কলাতলীস্থ হোটেল সী-উত্তরা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান খসরু চৌধুরী, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ন সম্পাদক এডভোকেট ফজলে রাব্বী, মিডিয়া কমিটির সম্পাদক সামসুল হাসান মীরন, ট্যাকনিকেল ডেলিকেট ভারতের শ্রী নিবাস।
সংবাদ সম্মেলনে বক্তাগণ বলেন, প্রতিযোগিতা ৮ সেপ্টেম্বর বিকেল তিন টায় শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। ১১ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এরপর দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা যথারীতি ১৩-১৫ সেপ্টেম্বর পর্যন্ত একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটি জানান, ইতোমধ্যে প্রতিযোগিতার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল গুলো কক্সবাজার এসে পৌঁছেছে।

মূলতঃ কক্সবাজারের সাগরসৈকতের অপার সৌন্দর্য আন্তর্জাতিক বীচ ভলিবলের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে দিতে এতবড় আয়োজনে কক্সবাজারকে ভেন্যু হিসেবে বেছে নেয়া বলে জানান বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কর্তারা।

0Shares