Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় বিভিন্ন মামলার ৬জন আসামি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তিনমাসের সাজা পরোয়ানাসহ বিভিন্ন মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত থানা পুলিশের বেশ কয়েকটি টিম আলাদা অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করেছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া। 

গ্রেপ্তার আসামিরা হলেন ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে মো. হেলাল উদ্দিন (২৬), লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পানিস্যা বিল এলাকার শাহাব উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৩৫), ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চাবাগান এলাকার জুগেন্দ্র নাথের ছেলে বিমল নাথ (৫৫), লক্ষ্যারচর উত্তরপাড়া এলাকার মৃত হামিদ নুরের ছেলে শাহাব উদ্দীন (৬২), সাহারবিল ইউনিয়নের দক্ষিণ  দক্ষিণপাড়ার  হাবিবুর রহমানের ছেলে রুহুল কাদের (৩৬), পূর্ববড় ভেওলা ইউনিয়নের ফজলুর রহমান সিকদারপাড়ার মৃত শেফায়েত কাদেরের ছেলে ইমরুল ওরফে ইমরুল্লা চোরা (২৪)। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভূইয়া বলেন, গ্রেপ্তার আসামি মো. হেলাল উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া থানার মামলা নং-২৯, তদন্তাধীন, মোজাম্মেল হকের বিরুদ্ধে চকরিয়া থানার মামলা নং-২১, তদন্তাধীন, বিমল নাথ এর বিরুদ্ধে সিআর মামলায় পরোয়ানা মূলতবী, শাহাব উদ্দীনের বিরুদ্ধে সিআর মামলায় পরোয়ানা মূলতবী, রুহুল কাদের এর বিরুদ্ধে তিনমাসের সাজা পরোয়ানা মূলতবী ইমরুল প্রকাশ ইমরুল্লা চোরার  বিরুদ্ধে জিআর পরোয়ানা মূলতবী রয়েছে। 

তিনি বলেন, গতকাল শুক্রবার সকালে গ্রেপ্তার এসব আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

7Shares