
চকরিয়া উপজেলায় কর্মরত প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহ’র পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার পরিবারের কাছে এ আর্থিক সহায়তা তুলে দেন।
অনুদানের এ সহায়তার জন্য সার্বিক ভাবে সহযোগিতায় ছিলেন-চকরিয়া পরিবেশ সাংবাদিক ফোরাম সভাপতি সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ, সাধারণ সম্পাদক সাংবাদিক এম. মনছুর আলম রানা। এসময় উপস্থিত ছিলেন দৈনিক খবর পত্র জেলা প্রতিনিধি মনির আহমদসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
জানা গেছে, দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ১০ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক এসএম হান্নান শাহ মৃত্যু বরণ করেন। চিকিৎিসাধীন থাকাবস্থায় স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শুভানুধ্যায়ী প্রয়াত সাংবাদিক হান্নান শাহ এর পাশে দাঁড়ান। তাকে নানা ভাবে সহায়তা করেন। এছাড়াও সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সাহায্য নিয়ে পাশে দাঁড়ান।
প্রয়াত সাংবাদিক হান্নান শাহ কোন রকম পরিবার নিয়ে সাটামাটা ভাবে জীবন যাপন করতেন। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক সন্তান রয়েছে। সাংবাদিক এসএম হান্নান শাহ প্রয়াত হওয়ার পরে স্ত্রী সেলিনা আক্তার ছেলে-মেয়ে নিয়ে চরম দু:চিন্তায় পড়ে গেছেন। তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাহীন দেলোয়ার জানান, প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহ’র পরিবারের বিষয়ে তার সহকর্মীদের কাছ থেকে বিস্তারিক খবর নিয়েছি। তিনি খুব সৎ ও নিষ্টাবান সাংবাদিক ছিলেন। তবে পারিবারিক ভাবে তেমন স্বচ্চল নয়। খুবই সাদামাটা জীবন-যাপন করতো। এসব শুনে বুধবার তার পরিবারকে উপজেলায় ডেকে এনেছি।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়েছে। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহ এর পরিবারের বিষয়টি ডিসি স্যার মহোদয়কে অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি বিবেচনায় নিয়েছেন। তার পরিবারের পাশে আমাদের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




