Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কাপড়ের দোকানিকে জরিমানা 

কক্সবাজারের ঈদগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন কাপড়ের দোকানে দেশি পণ্যকে বিদেশি পণ্য বলে বিক্রি করায় মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকেল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম।

এ সময় ঈদগাঁও বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৩৬ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। অভিযানে ঈদগাঁও থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে,কেউ আইন অমান্য করলে পরবর্তীতে অভিযান আরো জোরদার করা হবে।

0Shares