Search
Close this search box.
Search
Close this search box.

‘পিটার হাস এখন পাতি হাঁস হয়ে গেছে’

কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস এখন পাতি হাঁস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘বিএনপি ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে। নিজের দেশের ভেতরে কিছু করতে না পেরে আন্তর্জাতিকভাবে তাঁরা জো বাইডেনের অজুহাত দেখিয়ে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস, কেউ বলে পিটার হাস, কেউ বলে পাতি হাঁস। পিটার হাস এখন পাতি হাঁস হয়ে গেছে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই মার্কিনীদের আমরা এখান থেকে তাড়িয়েছি, পাকিস্তানিদের তাড়িয়েছি। সুতরাং এবারও খবর আছে। খবর আছে এবং খেলা হবে। এই খেলায় ওরাই পরাস্ত হয়ে যাচ্ছে। দিনদিন ছোট হয়ে আসছে তাঁদের আন্দোলন। ছোট হয়ে আসছে কণ্ঠস্বর।’

শনিবার (৪নভেম্বর) দুপুরে পেকুয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রসঙ্গ টেনে জাফর আলম বলেন, ‘দেশের অভাবনীয় উন্নয়নকে তাঁরা কোনোভাবেই স্বীকৃতি দিতে চায় না। কারণটা হলো আমাদের উন্নয়নের ওপর ওদের মৃত্যু। কেউ কী কারও রাজনৈতিক মৃত্যু চায় ? চায় না।’

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শওকত, উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তফা জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের প্রমুখ।

0Shares