Search
Close this search box.
Search
Close this search box.

তীব্র রোদ উপেক্ষা করে সালাহউদ্দিনকে একনজর দেখতে পেকুয়ায় লাখো জনতার ঢল

দুপুরের তপ্ত রোদ উপেক্ষা করে সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিনকে একনজর দেখতে লাখো জনতার ঢল নেমেছে পেকুয়ার চৌমুহনীতে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত জনতার ঢল অপেক্ষা করলেও তিনি মঞ্চে পৌঁছেননি। তিনি পৌঁছাতে সন্ধ্যা ছয়টার পর হতে পারে বলে মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, পেকুয়া চৌমুহনীর মোড় থেকে পশ্চিমে লাইফ কেয়ার হাসপাতাল, দক্ষিণে থানা পর্যন্ত, উত্তরে কেজি স্কুল ও পূর্ব দিকে মাতবরপাড়া পর্যন্ত জনতার ঢল নেমেছে। মঞ্চে আঞ্চলিক গান চলছে। বিশৃঙ্খলার শঙ্কায় মঞ্চে নেতাদের কেউ বক্তব্য দেননি। গরমে হাসফাস অবস্থা। আশপাশের সব দালানের ছাদে মানুষে ঠেসা।

বাঁশখালী, কুতুবদিয়া, পেকুয়া  ও মাতামুহুরী থেকে মিছিলে মিছিলে সংবর্ধনাস্থল পরিপূর্ণ হয়ে উঠে। সবার একটাই অপেক্ষা, দীর্ঘ ১০বছর পর তাঁদের প্রিয় নেতাকে এক নজর দেখা।

মঞ্চে অবস্থান করছেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর। নহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মেম্বার, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ। তাঁরা নেতাকমীদের শান্ত রাখার চেষ্টা করছেন।

23Shares